বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল ৩য় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় ২১৫৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।
এর আগে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানের হাতে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ।
এ সময় প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ, উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা উপস্থিত ছিলেন। প্রকাশিত ফলে কোনো প্রকার অসঙ্গতি দেখা গেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে অবহিত করতে হবে।
Discussion about this post