নিজস্ব প্রতিবেদক
করোনাসংকটে স্থবির শিক্ষাংগনে প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্সি শিক্ষাকে এগিয়ে নিতে ৯ই সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার সানওয়ে টেস সেন্টার ফর অ্যাকাউন্ট্যান্সি এক্সিলেন্সের সাথে এসিসিএ (ACCA) অনুমোদিত লার্নিং পার্টনার চট্টগ্রামের স্বনামধন্য প্রফেশনাল স্কুল অব বিজনেসের (PSB) মধ্যে অনলাইনে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়।সানওয়ের টেসের পক্ষে ওয়াং সুই ফং এবং পিএসবির পক্ষে মহিউদ্দিন সুমন স্ব-স্ব প্রতিষ্ঠানের হয়ে চুক্তি স্বাক্ষর করেন।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে এসিসিএ(ACCA) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ এহসানুল হক বাশার বিশেষ বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন,এই চুক্তির ফলে এসিসিএর শিক্ষার্থীরা একমাত্র পিএসবির সহায়তায় বাংলাদেশে বসেই অনলাইনে সানওয়ে টেসের রিসোর্স এবং ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে এসিসিএ কোয়ালিফিকেশন অর্জন করতে পারবে। ফলে এই মহামারীতেও শিক্ষার্থীরা তাদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি দক্ষ প্রফেশনাল হিসেবে গড়ে উঠবে। এক্ষেত্রে এসিসিএ বাংলাদেশের (ACCA Bangladesh) সকল ধরণের সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে এসিসিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর লুসিয়া রিয়াল মার্টিন, লার্নিং পার্টনার নেটওয়ার্ক প্রধান ড. আফরা সাজ্জাদ এবং এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ এহসানুল হক বাশার। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর এস এম সালামাত উল্লাহ ভূঁইয়া এবং র্যাংকস এফসি প্রোপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন।
সানওয়ে টেসের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক টেও ই সিং একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, এখন থেকে এসিসিএর শিক্ষার্থীরা মালয়েশিয়াতে না গিয়েও এসিসিএর বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে পারবে।
পিএসবি চট্টগ্রামের সিইও মহিউদ্দিন সুমন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এসিসিএ অনুমোদিত চট্টগ্রামের একমাত্র স্টাডি সেন্টার ‘প্রফেশনাল স্কুল অব বিজনেস’, যেটি এসিসিএ-র সিলভার লার্ণিং পার্টনার স্ট্যাটাসপ্রাপ্ত।
এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের শিক্ষার্থীরা স্বল্প খরচে এসিসিএর বিশ্বমানের পাঠ পাবে।বাংলাদেশে একমাত্র পিএসবির মাধ্যমেই মেধাবী শিক্ষার্থীরা করোনাসংকটে অনলাইনে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সকল কোর্সমেটেরিয়াল সহ এসিসিএ পড়ার এই সুযোগ পাবে।
অনুষ্ঠানের শেষে মহিউদ্দিন সুমন এবং ওয়াং সুই ফং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসিসিএ ভর্তি এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে হবে- প্রফেশনাল স্কুল অব বিজনেস (পিএসবি), বাসা ১৪, রোড ১, ওআর নিজাম রোড আ/এ, জিইসি, চট্টগ্রাম, এই ঠিকানায়।
মুঠোফোন ০১৮১৮০০৩০২৯ ও ০১৯৭৮০০৩০২৯ নম্বরে কল দিয়েও জানা যাবে সব তথ্য।
Discussion about this post