নিউজ ডেস্ক
বরিশালের বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রাইমু জামান। তবে তা এক ঘণ্টার জন্য।মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকীভাবে কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন রাইমু জামান। এক ঘণ্টার জন্য তার অধীন হন সবাই। ফুলের শুভেচ্ছা জানানো হয় তাকে।
কণ্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগ নেয় এমন এই আয়োজনের। পরে এক গোল টেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা। আর স্বপ্নের কথা তুলে ধরেন এক ঘণ্টার কমিশনার রাইমু জানান।
রাইমু বলেন, ‘একজন কন্যা শিশু সামাজিকভাবে শারীরীক গঠন, আকার, বেড়ে ওঠা, পারিবারিক অবস্থান বিবেচনায় বুলিংয়ের শিকার হচ্ছেন। যে কারণে তার পরিবার অনেকটা বাধ্য হয়ে বাল্যবিয়ের ব্যবস্থা করছেন। আমি চাই, সকল ধরনের বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে একটি নারীবান্ধব বরিশাল গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘নারী বান্ধব সমাজ গড়ে তুলতে হলে নারী পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে হবে পরিবার থেকে। সর্বোপরি নারী বা পুরুষ নয় একজন মানুষ হিসেবে আমরা যেন সমাজে বাঁচতে পারি সেই ব্যবস্থা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহবান থাকবে, সমাজের কন্যা শিশুদের অবাধ মুক্তি, নারী নির্যাতনমুক্ত এবং নারী বান্ধব একটি পরিবেশ গড়ে উঠুক। সকলে একত্রিত হয়ে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবো এই প্রত্যাশা করি।’
রাইমু আবৃত্তি করেন, ‘আমি সেই কন্যা আমিই সেই নারী, সাহায্য সহযোগিতায় আমি সব পারি, সামান্য উৎসাহ পেলে আমি খুলতে পারি নব দিগন্ত.. .. ..।
নারীবান্ধব বরিশাল বিভাগ গড়ে তুলতে রাইমু তুলে ধরেন নানা সুপারিশমালা।
এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের অনেক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। তবে এজন্য প্রথমত পরিবার, এবং সমাজকেই দায়িত্ব নিতে হবে- সুন্দর একটি পরিবেশ গড়ে দিয়ে।
Discussion about this post