অনলাইন ডেস্ক
পদার্থ, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতিতে নোবেলজয়ীরা ওই সময় যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার ভিত্তিতে তালিকা প্রকাশ করছে নোবেল প্রাইজ অর্গানাইজেশন। তবে এই তালিকায় সাহিত্য ও শান্তি পুরস্কার পাওয়া নোবেলজয়ীদের রাখা হয়নি।
হাভার্ড ২৭
যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সব মিলিয়ে ২৭ জন নোবেল পেয়েছেন৷ এই বিশ্ববিদ্যালয়ের নোবেলজয়ীর সংখ্যাই সবচেয়ে বেশি।
ক্যালটেক ১৯, এমআইটি ১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (ক্যালটেক) এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ১৯ জন করে নোবেল পেয়েছেন।
তিন বিশ্ববিদ্যালয় ১৮টি করে
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৮ জন করে নোবেল পেয়েছেন।
কলম্বিয়া ১৭, ক্যামব্রিজ ১৭
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৭ জন করে নোবেল পেয়েছেন।
প্রিন্সটন ১৫
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন নোবেল পেয়েছেন। সর্বোচ্চ নোবেলপ্রাপ্তির তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান পঞ্চম।
রকফেলার ১২
যুক্তরাষ্ট্রের রকফেলার বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ১২ জন নোবেল পেয়েছেন।
এমআরসি ল্যাবরেটরি অব মোলিকিউলার বায়োলজি ৯
যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয় থেকে নয় জন নোবেল পেয়েছেন বলে নোবেল প্রাইজ অর্গ্যানাইজেশন জানিয়েছে।
কর্নেল ৮, অক্সফোর্ড ৮
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আটজন করে নোবেল পেয়েছেন।
Discussion about this post