বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
করোনায় অনলাইনে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ক্লাস। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।২০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট এবং ডাটা ব্যবহারের জন্য বিনামূল্যে মোবাইল সিম পাবে শিক্ষার্থীরা। আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস থেকে শিক্ষার্থীরা এই সুযোগ পাবে বলে জানা গেছে।
আজ সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির সঙ্গে এ সংক্রান্ত প্রাথমিক আলোচনাও শেষ হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে উপাচার্য বলেন, অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে আছে, কেউ নেটওয়ার্ক সমস্যা আবার কেউ ডাটা কিনতে সমস্যা হওয়ায় ক্লাসে অংশ নিতে ভোগান্তিতে পড়ছে। আমরা রবির সাথে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শেষ করেছি। এতে দুই পক্ষই একমত হয়েছি। এখন অ্যামিও স্বাক্ষর করার জন্য আইনি বিষয়গুলো দেখছে আমাদের আইন বিশেষজ্ঞরা। আমরা বিশ্ববিদ্যালয় দিবস থেকে শিক্ষার্থীদের জন্য এই সুযোগ করে দেব।
তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখালে বিনামূল্যে রবির একটি সিম কার্ড পেয়ে যাবে। এটা দিয়ে ২০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট তারা কিনতে পারবে।
Discussion about this post