নিজস্ব প্রতিবেদক
রূপালী ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার (লিগ্যাল অফিসার)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা হলে প্রবেশপত্রের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস, প্রবেশপত্রের একাধিক কপি বা অতিরিক্ত কাগজ নিয়ে প্রবেশ করা যাবে না।
মাস্ক পরিধান ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
Discussion about this post