নিউজ ডেস্ক
আগামী ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ খুলে দেয়ার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানায় তারা। এছাড়া সারাদেশ থেকে উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপিও দিয়েছে সংগঠনটি।
সম্মেলনে জানানো হয়, বেশিরভাগ স্কুল ভাড়া বাসায় পরিচালিত হয়। প্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ। এ কারণে ভাড়াও পরিশোধ করা দুষ্কর হয়ে পড়েছে। তারা স্কুলগুলোর জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষার জন্য এই খাতকে ‘শিক্ষা উদ্যোক্তা’ ঘোষণা করা, কিন্ডারগার্টেন স্কুল নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং স্কুলগুলোর জন্য একটি পৃথক বোর্ড বা একটি রেগুলেটরি কমিশন গঠনের দাবি জানান।
Discussion about this post