নিজস্ব প্রতিবেদক
করোনার উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভাগ/ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ২০১৯-২০ সেশনের উন্নয়ন ফি ৫০ শতাংশ মওকুফ করা হয়েছে।
সিন্ডিকেট সভায়,করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ৫০ শতাংশ উন্নয়ন ফি মওকুফ করা হয়েছে।
এছাড়া করোনার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস ছুটি কমানো হয়েছে। আসন্ন শীতকালীন ক্লাস ছুটি ১৭ দিনের পরিবর্তে সাতদিন এবং গ্রীষ্মকালীন ক্লাস ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন করা হয়েছে।
Discussion about this post