নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষাকর্যক্রমের অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে শিক্ষা ঋণ পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অসচ্ছল ৪ হাজার ৮শ শিক্ষার্থী।
আজ সোমবার(৯ নভেম্বর) বিকেলে ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। ইউসিজির এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় কর্তৃক তালিকাভুক্ত প্রক্যেক শিক্ষার্থী বিনা সুদে আট হাজার টাকা করে এই শিক্ষা ঋণ পাবে।
অধ্যাপক বিশ্বজিৎ বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন সময়ে শিক্ষার্থীরা এই টাকা চার কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করতে পারবে।
শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যেই ইউসিজি সকল বিশ্ববিদ্যালয়ে এই ঋণ প্রদান করবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের ঋণ প্রদানের পাশাপাশি ইন্টারনেটের সহজলভ্য প্যাকেজ সরবরাহের জন্য সিম কোম্পানিদের সাথে কথা বলছি। আশা করছি খুব দ্রুতই ভাল একটা ফিডব্যাক পাব। করোনার এই অনিশ্চিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সকল প্রতিবন্ধকতা দূর করবে ইউসিজির এই উদ্যোগ এমন আশা পোষণ করেছেন তিনি।
প্রসঙ্গত, গত বুধবার (৪ নভেম্বর) ইউজিসির এক ভার্চ্যুয়াল সভায় দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে আট হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
Discussion about this post