নিজস্ব প্রতিবেদক
করোনা প্রাদুর্ভাবের মধ্যে চলতি বছরের মার্চের মাঝামঝি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে আগামী বছরে ঠিক সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে জানিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে পরীক্ষা কীভাবে হবে, সিলেবাস কমবে কিনা, সময় বাড়ানো হবে কিনা এসব বিষয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। এর ফলে ২০২১ সালের এসএসসির প্রায় ২০ লাখ শিক্ষার্থী এক ধরনের উদ্বেগের মধ্যে রয়েছে।
আসন্ন এ পরীক্ষা নির্দিষ্ট সময়ে হবে নাকি সময় পরিবর্তন করা হবে, অথবা অটো প্রমোশন- এসব কোন কিছুই নিয়ে এখনো ভাবা হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি বলেন, সময় অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। এ বছর করোনাভাইরাসের মধ্যে সে নিয়য়েই এখন পর্যন্ত বহাল রয়েছে। এসএসসি পরীক্ষার আগের সময় পরিবর্তন হবে কিনা- এখন পর্যন্ত এটা নিয়ে কোন কিছু ভাবা হয়নি। সময় হলে কর্তৃপক্ষ বিষয়টি আবারো পরিষ্কার করে জানাবেন বলে জানান তিনি।
Discussion about this post