নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সরকার সেদিকে জোড় দিচ্ছে। করোনাকালীন দেশের অনলাইন শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ-বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুইদিন ব্যাপী অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটায় এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন তিনি।
এই সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রফেসরগণসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।
Discussion about this post