নিজস্ব প্রতিবেদক
নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন পাসের পর তা কার্যকর হতে যাচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এসব বিশ্ববিদ্যালয় দৃশ্যমান করতে সিন্ডিকেট গঠন, ভবন নির্মাণ ও অনুষদ তৈরিসহ সকল কার্যক্রম শুরু করা হবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে এই তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন পাস করা হয়। বর্তমানে তা কার্যকর করতে সিন্ডিকেট গঠন, উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু, জনবল নিয়োগ, ভবন নির্মাণ, অনুষদ তৈরি, শিক্ষার্থী ভর্তিসহ বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু করতে সকল দৃশ্যমান প্রস্তুতি শুরু করা হবে।
জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আলাদা তিনটি আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন-২০২০ কার্যকর করা হবে। ৮ ডিসেম্বর থেকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ কার্যকর করা হবে বলে আদেশ জারি করা হয়েছে।
অন্যদিকে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় পর্যায়ে কৃষিবিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় এই কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে বলে আইনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post