বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
হাল্ট প্রাইজ আইইউবির বার্ষিক প্রতিযোগিতার ২ দিন ব্যাপী প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হয় ১৩ ও ১৪ নভেম্বর। প্রাথমিক রাউন্ডটি হলো প্রতিযোগিতার প্রথম রাউন্ড যেখানে নিবন্ধিত দলগুলো বিচারকদের একটি প্যানেলের সামনে তাদের ধারণাগুলো উপস্থাপন করে। প্রাথমিক রাউন্ড থেকে দ্বিতীয় পর্যায়ে অন-ক্যাম্পাস ফাইনালের জন্য ৬টি দল নির্বাচিত হয়।
“Moral Rations”, “Inquisitive Underdogs”, “District 7”, “Team Detox”, “Rankbrain”, “SharePort”.
হাল্ট প্রাইজ আইইউবির বার্ষিক প্রতিযোগিতায় আইইউবিয়ানদের অংশগ্রহণ ছিল চোখের পড়ার মতো। সামাজিক দায়বদ্ধতা থেকে এবং মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে করোনা নিয়ে করোনা মহামারির এই পরিস্থিতির মধ্যেও ১২০ জনের বেশি আইইবিয়ান এই প্রতিযগিতায় অংশগ্রহণ করে।
৩-৪ জনের একটি গ্রুপ তৈরি করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আইইউবিতে অধ্যয়নরত সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
প্রতিযোগিদের জন্যে এই বছরের বিষয় রাখা ছিল ” FOOD FOR GOOD”.
হাল্ট প্রাইজ আইইউবির ২০২১ সালের বার্ষিক প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড শেষ হয়েছে ১৩ ও ১৪ নভেম্বর।
প্রাথমিক রাউন্ডের মডারেটর হিসেবে ছিলেন হাল্ট প্রাইজ আইইউবির কাম্পাস ডিরেক্টর কাজী ওবায়দুল হাসান। টান টান উত্তেজনা ও বেশ কিছু উদীয়মান ধারণার উপরে ভিত্তি করে বিচাররা ৫টি ভাগে প্রতিযোগিদের নাম্বার দেন এবং নাম্বার গণনা শেষে ৬টি দলকে ওনকাম্পাস ফাইনালের জন্য বাছাই করা হয়।
প্রাথমিক রাউন্ডের প্রথম দিনের বিচারক হিসেবে ছিলেন ড. ফিরোজ আহমেদ, প্রফেসর এবং চেয়ারম্যান ফার্মেসি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়; শহীদ আশরাফি, সিনিয়র জেনারেল ম্যানেজার-সেলস, ব্র্যান্ডেড পণ্য- এসিআই লিমিটেড; মাহফুজুল করিম, আউটবাউন্ড অপারেশন ম্যানেজার-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং দ্বিতীয় দিনের বিচারক হিসেবে ছিলেন ড. ইমতিয়াজ এ হোসাইন, ডিন (ভারপ্রাপ্ত)- এসএলএএসএস, প্রধান গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম-আইইউবি; জিয়াদ আল নোমান প্রান্ত, কনজিউমার অ্যান্ড মার্কেট ইনসাইট পার্টনার-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও আক্তার সানজিদা কাসেম, পার্টনার- এ. কাসেম অ্যান্ড কোম্পানি।
Discussion about this post