নিজস্ব প্রতিবেদক
বিএড, বিপিএড, এমএডসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন মাস্টার্স কোর্সে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ৩ জানুয়ারি থেকে অনলাইনে এসব কোর্সের ক্লাস শুরু হবে।
এ কোর্সগুলোসহ ২০২১ শিক্ষাবর্ষে বিএমএড, বিএসএড, এমএসএড, এমপিএড ও এলএলবি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার (২২ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
Discussion about this post