বিশেষ প্রতিবেদক
হোক করোনা বা আর কিছু, কোটি শিশু শিক্ষার্থীরা অপেক্ষা করছে নুতন বইয়ের জন্য। তাই প্রতিবারের মত এবছরও , নতুন বছরের শুরুতে চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৩ লাখ ৭৮ হাজার ২৯৮ জন শিক্ষার্থীদের ২ কোটি ৩৭ হাজার ৭৩৬টি নতুন বই দিচ্ছে সরকার।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিবছরের মতো এবার ১ জানুয়ারি স্কুলে স্কুলে বই উৎসব না হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেওয়া হবে।
ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৪ লাখ ৪৫ হাজার ৮৯৮টি নতুন বই এসে পৌঁছেছে। বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে ।
তিনি আরও বলেন, ঢাকা থেকে বই চট্টগ্রামে আসা শুরু হয়েছে। আমরা থানায় থানায় পাঠাচ্ছি। সেখান থেকে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে- সে বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। আশা করছি করোনার কারণে বই বিতরণে কোনো প্রভাব পড়বে না।
এদিকে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী জানিয়েছেন, এবার জেলা শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী এবং মাদ্রাসা মিলিয়ে ২ হাজার ২৮৭টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৯৫ হাজার ৫৫৩ জন শিক্ষার্থীকে ১ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭০৫টি নতুন বই দেওয়া হবে।
এর মধ্যে প্রথম চালানে সাড়ে ৪ লাখ নতুন বই জেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রিন্টিং প্রেস বন্ধ থাকায় নতুন বই ছাপা নিয়ে সংকট তৈরি হয়। এই কারণে এবার মাধ্যমিকের নতুন বই কিছুটা ধীরে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তিনি বলেন, সব বই এলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। করোনার কারণে নতুন বই শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে যাতে দেরি না হয়, সেজন্য কাজ করছি। বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে আমরা অংগীকারাবদ্ধ।
Discussion about this post