ক্যারিয়ার ডেস্ক
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত চার প্রতিষ্ঠানে (সোনালী-২, জনতা-৫, বিকেবি-১০, আইসিবি-১) ‘সিনিয়র অফিসারের (প্রকৌশলী-সিভিল)’ মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে অনুষ্ঠিত হবে এ মৌখিক পরীক্ষা। প্রতিদিন বেলা ১১টায় শুরু হবে চাকরিপ্রত্যাশীদের মৌখিক পরীক্ষা।
২০১৮ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)’–এর ১৮টি শূন্যপদে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন ৫৭ জন।
১৩ ডিসেম্বরে বেলা ১১টায় মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ১৫ জনের রোল নম্বর হলো– ১০১৮, ১০৩৫, ১০৪৬, ১০৪৮, ১০৭৫, ১১২০, ১১৭৩, ১১৮০, ১১৮৩, ১১৯১, ১২২৪, ১২৪৫, ১২৮২, ১৩৩৪, ১৩৪৬।
১৪ ডিসেম্বরে বেলা ১১টায় মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ১৪ জনের রোল নম্বর হলো– ১৪৭১, ১৪৮৯, ১৫১৬, ১৫২৮, ১৫৩৬, ১৬৭৪, ১৬৭৬, ১৭৪০, ১৮০৫, ১৮৩৩, ১৮৪২, ১৮৭৭, ১৮৮৩, ১৯১৯।
১৫ ডিসেম্বরে বেলা ১১টায় মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ১৪ জনের রোল নম্বর হলো– ১৯৯৫, ২১০০, ২১০২, ২২৮২, ২৪২২, ২৪৫০, ২৪৭৫, ২৪৮৩, ২৫২৯, ২৫৩৪, ২৫৯৭, ২৬০৩, ২৬৩৮, ২৬৩৯
১৭ ডিসেম্বরে বেলা ১১টায় মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ১৪ জনের রোল নম্বর হলো– ২৬৫২, ২৭১৬, ২৭৩৮, ২৭৩৯, ২৮৬৬, ২৮৬৯, ২৮৮৭, ২৯৫৮, ২৯৬৯, ৩০৮৫, ৩০৮৮, ৩১০৩, ৩১৪৭, ৩১৮৮।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তবে মৌখিক পরীক্ষার সময় ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বিশেষ দ্রষ্টব্য
প্রকাশিত ফলে কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে।
প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে।
মৌখিক পরীক্ষা চলাকালে প্রার্থীদের সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক না পরলে কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
Discussion about this post