নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) দুটি বাস উপহার দিয়েছে ভারতীয় উপ-হাইকমিশন দপ্তর। সোমবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে লাল-সাদা রংয়ের দুটি বাস পাঠানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের প্রশাসক ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের জনগণের পক্ষে উপ-হাইকমিশন দপ্তর বিশ্ববিদ্যালয়কে দুটি বাস উপহার দিয়েছে। বিজয় দিবসের আগে অথবা পরে বাস দুটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি।
তবে বিশ্ববিদ্যালয়কে দেওয়া এই উপহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনব্যাপী বেশ আলোচনা-সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর নিজস্ব (নীল-সাদা) একটা রং আছে। যেটা শহরের রাস্তায় চলাচলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয় বহন করে চলে। সুতরাং উপহার পাঠানোর আগে বাসের গায়ের রংয়ের বিষয়ে অবগত হওয়া উচিত ছিল।
বাসের রং নিয়ে অধ্যাপক মোখছিদুল হক বলেন, আসলে এটা তাদের পক্ষ থেকে একটা উপহার। সুতরাং রংটা তাদের পছন্দেই করা আর এভাবেই তারা আমাদের পাঠিয়েছে। তবে যেহেতু এটা এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় হস্তান্তর করা হয়নি। সেহেতু হস্তান্তরের সময় বাসের রংয়ের ব্যাপারে তাদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কিছু করা হতে পারে।
Discussion about this post