অধিভুক্ত সাত কলেজের ডিগ্রী পাস কোর্সে উত্তীর্ণ ও ১ম থেকে ৩য় বর্ষে অনধিক ২ বিষয় অকৃতকার্য (শর্ত সাপেক্ষে ) নিয়মিত শিক্ষার্থীদের জন্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বে (প্রিলিমিনারী) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজে প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বে (প্রিলিমিনারি) ভর্তির জন্য ২০১৭ সনের ডিগ্রি (পাস) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৫/০৯/২০২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রী পাস কোর্সে উত্তীর্ণ নিয়মিত এবং প্রাইভেট শিক্ষার্থীদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বে আগামী ১৫/০৯/২০২০ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে www.7college.du.ac.bd ওয়েবসাইট -এর মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনপত্র পূরণ করার পর প্রিন্ট করে স্ব-স্ব কলেজের অধ্যক্ষ মহােদয়ের সুপারিশসহ অধ্যক্ষের দপ্তরে জমা দিতে হবে। অধ্যক্ষ মহােদয়গণ শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্র যাচাই-বাছাই সাপেক্ষে ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীদের তালিকা (নাম, রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ পূর্বক) ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-২ শাখার ডেপুটি রেজিস্ট্রার বরাবর প্রেরণ করবেন।
যারা আবেদন করতে পারবেঃ
ডিগ্রী (পাস) কোর্স-২০১৬ সনের পরীক্ষায় উত্তীর্ন নিয়মিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বে (প্রিলিমিনারি) ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৭ কলেজর মাস্টার্স ১ম পর্ব ভর্তির আবেদন করতে ক্লিক করুন
http://7collegedu.com/masters/index.php?act=apply/login
আবেদন করার নিয়ম
• উপরের লিংকে প্রবেশ করুন
• ডিগ্রী পাস কোর্স – এর রেজিস্ট্রেশন এবং রোল নং ব্যবহার করে লগইন করুন।
DU 7 College Masters 1st part (preliminary) admission Circular 2017-2018 Session 2020 ভর্তি ফলাফল প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। অনলাইনে ভর্তির জন্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে ০৮/০১/২০২০ তারিখ দুপর ১২:০০টা থেকে আবেদন করা যাবে।
Discussion about this post