ক্যারিয়ার ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/ এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ২৫ নভেম্বর ২০২০ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর ২০২০ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকাসহ আবেদন ফরমে উল্লিখিত কলেজে ১৩ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৩ জানুয়ারি ২০২১ তারিখ থেকে শুরু হবে।
এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য, সময়সূচি ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Important Notice/Prospectus (Masters Professional) অপশন থেকে জানা যাবে।
এছাড়া SMS (nu<space>atpm<space>roll no
টাইপ করে 16222 নাম্বারে send করতে হবে) এর মাধ্যমে শুধুমাত্র মেধা তালিকার ফলাফল জানা যাবে।
Discussion about this post