প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চলাকালে কোনো আবাসিক হল খোলা হবে না। শিক্ষার্থীরা যদি এসে পরীক্ষা দিতে রাজি হয়, তবে বিভাগগুলো লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করবে। সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে একাধিক বিভাগের পরীক্ষার তারিখ যেন একই দিনে না পড়ে, সে দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ।
এস এম মনিরুল হাসান আরো জানান, প্রথমে অনার্স ফাইনাল বর্ষের এবং মাস্টার্সের পরীক্ষাগুলো নেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বাকি বর্ষগুলোরও পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ৮ ও ৯ ডিসেম্বর বিভাগের ৮ম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সম্পন্ন করেছে। এছাড়া বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদ তাদের বেশ কিছু বিভাগের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বলেও জানান রেজিস্ট্রার।
Discussion about this post