নিজস্ব প্রতিবেদক
সরকার ২০২১ সাল থেকে জেএসসি পর্যায়ে ভোকেশনাল শিক্ষাক্রম চালু করার উদ্যোগ নিয়েছে । সে মোতাবেক দেশের ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় ২০২১ শিক্ষাবর্ষ থেকেই ২৫টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে পাঠদান শুরু হবে।
এ শিক্ষাক্রমে সাধারণ শিক্ষাধারার বিষয়গুলোর সাথে ‘কর্মমুখী প্রকৌশল শিক্ষা’ নামের একটি বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ইতোমধ্যে খসড়া প্রবিধানও তৈরি করেছে কারিগরি শিক্ষা বোর্ড। সে অনুযায়ী আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
জানা গেছে, জেএসসি ভোকেশনালে ভর্তি হতে শিক্ষার্থীরা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসে ফরম বিতরণ করা হচ্ছে। আগামী ১৭ জানুয়ারি লটারির মাধ্যমে ৮ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর ১৮ থেকে ২৫ জানুয়ারি ভর্তি করা হবে। এছাড়া ১৮ জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রমের ক্লাস শুরুরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
Discussion about this post