নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যলয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে এবং ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোক সজ্জার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে।
আজ বুধবার(১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: প্রদানেন্দু বিকাশ চাকমা এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে নবনির্মিত বঙ্গবন্ধু মুর্যলে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভার প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এছাড়া সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জনাব জুয়েল সিকদার এবং হিসাব শাখার উপ-পরিচালক জনাব সাইফুল আলম।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব সজীব ত্রিপুরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
Discussion about this post