বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু হয়েছে।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রফেসর ড. মো: আলাউদ্দিন।
এ প্রসঙ্গে, মাভাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির জানান, আগের প্রাতিষ্ঠানিক ই-মেইলটি আমরা আমাদের নিজস্ব সার্ভারে ব্যবহার করতাম। যা শুধুমাত্র মাস্টার্সের ছাত্ররা পেতেন। কিন্তু বর্তমানের ই মেইলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, বর্তমান প্রাতিষ্ঠানিক ই মেইলটি গুগলের সাথে সংযুক্ত থাকবে। তার ফলে শিক্ষার্থীরা গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ সুবিধা পাবেন। গুগলের এডুকেশনাল অ্যাপলিকেশনসমূহ ই মেইল প্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ইমেইল এড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ইমেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাশরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে। যারা বিদেশে পিএইচডি করতে যাবেন, তাদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল খুবই জরুরি। এর ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারের পথ সুগম হবে। ছাত্রত্ব শেষ হবার পরও ২ সেমিস্টার পর্যন্ত প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু থাকবে। আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ছাত্র-ছাত্রীদের তালিকা সংগ্রহ করব। তারপরে তাদের নিকট থেকে আবেদন ফরম সংগ্রহ করে তাদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করব।
Discussion about this post