নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সের মেধা তালিকা ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে। ওইদিন বিকাল ৪টায় প্রকাশ করা হবে বলে আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল এসএমএসের মাধ্যমে nu<space>atmp<space>roll নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে জানা যাবে। একইদিন ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এ রাত ৯টা থেকে পাওয়া যাবে।
বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় এনে এ ভর্তি কার্যক্রমের অনলাইন ক্লাস আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, জাতীয়বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। অর্থাৎ দ্বৈত ভর্তি কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।
Discussion about this post