শিক্ষার আলো ডেস্ক
স্বর্গীয় দেবদূত পবিত্র শিশু।কাঁদা মাটির মত তার মন।মননশীল,মানবিক বোধ নৈতিক গুণ সম্পন্ন আদর্শ মানুষ রূপে গড়ে তোলার শুরুটা হবে এই সময়টুকু হতে।প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠার সুশিক্ষাটুকু কচি হৃদয়ে প্রোথিত করে দিতে পারলেই সে হয়ে উঠবে একজন আলোকিত মানুষ।আর এজন্য চাই সুন্দর ও যথার্থ শিক্ষার এক অনিন্দ্য পরিবেশ।
আর এহেন শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে ইংরেজী শিক্ষার ব্যতিক্রমী FM METHOD এর পরিচালক মো:মামুনুর রশিদ শিশুতোষ ইন্টেরিয়র ডেকোরেশনে সজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম,শিশুতোষ নানা বই সমৃদ্ধ পাঠাগার,শিশু উপযোগী কম্পিউটার ল্যাব ও খেলাধূলার নানা উপকরণ নিয়ে সুসজ্জিত ইনডোর গেমস জোন নিয়ে প্রতিষ্ঠা করেছেন বাংলা ও ইংলিশ ভার্সানে ছোট্টমণিদের পাঠশালা FM INTERNATIONAL SCHOOL ।
স্ব স্ব বিষয়ে অভিজ্ঞ ১৫ জন মেধাবী শিক্ষকের নেতৃত্বে প্রিন্সিপ্যালরূপে রয়েছেন এক যুগের ও অধিক সময় ধরে ইংলিশ ল্যাংগুয়েজ প্রশিক্ষক স্কুল প্রতিষ্ঠাতা মো:মামুনুর রশিদ।শিক্ষার মান ও পদ্ধতি সম্পর্কে তিনি বলেন,আমাদের শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে উচ্চশিক্ষিত ও শিশু শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত।তাই শিশুদের মনস্তত্ত্ব অনুধাবন করে যথাযথ শিক্ষা প্রদানে সফল হন তারা।
গতানুগতিক শিখন পদ্ধতিকে অনুসরণ না করে `শিশুরা শিখবে আনন্দের মাঝে” –এই নীতি গ্রহণ করেছি আমরা।মুখস্ত করার পরিবর্তে Learning Word With Action –এই পদ্ধতিতে শিশুরা শব্দ ও বাক্য শিখছে অভিনয়ের মাধ্যমে যেমন: I am reading\writing etc. মজার মজার সব ছড়া আবৃত্তির মাধ্যমে জীবন্ত করে তোলা হয় তাদের কাছে।
A,B,C,D 1,2,3,4 শেখানোর পর দেয়া হয় Matching,Disorderly Letter কে Orderly সাজানো,MCQ ইত্যাদি।এতে আনন্দের সাথে বিষয়গুলো আত্মস্থ করে নেয় ওরা।বিভিন্ন খেলনা ও ছবির সাহায্যে ১২টি রং চিনিয়ে দেয়া হয় এবং অংকন করানোর ছয়টি SHAPE।ফলে তাদের মধ্যে শেখার আগ্রহ যেমন বাড়ে তেমনি সৃজনশীল চেতনারও বিকাশ ঘটে।শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা ক্লাস ওয়ান থেকেই ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি Edexcel এর কিছু বই সংযুক্ত করেছি।
পাঠদান পদ্ধতি সম্মন্ধে অধ্যক্ষ বলেন, ক্লাস ওয়ার্ক এবং হোম ওয়ার্ক এর উপর ভীষণ গুরুত্ব দিই আমরা।জোর দেয়া হয় General Knowledge এর উপর।প্রতিটা অধ্যায় শেষে নেয়া হয় MCQ এবং True\False পদ্ধতির পরীক্ষা।ফলে পুরো পাঠ্যটুকু শিক্ষার্থীর কাছে সহজ হয়ে যায়।শিশুরা কতটুকু জানলো তা মূল্যায়ন করতে নেয়া হয় Class test ,Weekly Test & Monthly Test। ক্লাস টেষ্টে যারা কাঙ্খিত নম্বর অর্জন করতে পারে না ,তাদেরকে ক্লাস শেষে ১ ঘন্টা অতিরিক্ত ক্লাস করানো হয় যেখানে না বুঝা পড়াগুলো শিখিয়ে আদায় করা হয়।
গ্লোবালাইজেশনের এ যুগে তথ্য প্রযুক্তি এবং ইংলিশ ল্যাংগুয়েজে দক্ষতার কোন বিকল্প নেই।তাই ক্লাস ওয়ান থেকেই Computer Education, Spoken English বাধ্যতামূলক করেছি।প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউটার ল্যাবে খুদে শিক্ষার্থীরা কম্পিউটারের নানা বিষয় রপ্ত করছে।
সাথে উপভোগ করছে নানা শিক্ষামূলক ডকুমেন্টারি।মনের মাধুরী মিশিয়ে ওরা আঁকছে দারুণ সব ছবি।নির্ধারিত Spoken English ক্লাসে মজার পর্ব Conversation ।এ পর্বে মুখোমুখি বসে শিশুরা পরস্পরের সাথে কথা বলে তাদের দক্ষতা বাড়ায়।
সম্মানিত অভিভাবকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।শিক্ষকদের ন্যায় অভিভাবকদের জন্যও ওয়ার্কশপ করা হয় যেখানে শিশুর পাঠ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়ে থাকেন পিতামাতারা।
শুধুই কি লেখা পড়া? জাতির ভবিষ্যৎ কর্ণধারকে মনন ও মেধার যথাযথ বিকাশের লক্ষ্যে FM INTERNATIONAL SCHOOL এর সাংস্কৃতিক চর্চার পরিধিও ব্যাপক।নিয়মিত শরীর চর্চা,চারুকারু ও সঙ্গীত প্রশিক্ষণের পাশাপাশি মহান একুশে,স্বাধীনতা দিবস,বিজয় দিবস,১লা বৈশাখসহ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয় সাড়ম্বরে।
করোনাকালীন শিক্ষা ব্যবস্থাপনা
করোনাকালে শিক্ষা বিপর্যয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন সচল রাখতে FM INTERNATIONAL SCHOOL অনলাইন ক্লাসের আয়োজন করেছে।সরকার পরিচালিত সংসদ টিভির পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ ফেসবুক এবং জুম এ্যাপের মাধ্যমে নিয়মিত বিষয়ভিত্তিক পাঠদান করেছেন।ক্লাস শেষে রেকর্ডকৃত ভিডিও ক্লাস ডাউনলোড করে তা আবার দেখার সুযোগ শিক্ষার্থীদের পাঠ আত্মস্থ করতে ভীষণ সহায়ক হয়েছে।ছাত্রছাত্রীরা মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষাসহ নানা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।সম্মানিত অভিভাবকবৃন্দ কর্তৃক প্রশংসিত হয়েছে আমাদের এই শিক্ষাসেবা।
পরিশেষে স্কুল প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মো: মামুনুর রশীদ বলেন,অভিভাবকবৃন্দ যে আস্থা নিয়ে তাদের সোনামণিদের ভবিষ্যৎ এ স্কুলের উপর সঁপে দিয়েছেন তার পরিপূর্ণ যত্ন নেয়ার অঙ্গীকার রইল আমাদের।
বিস্তারিত জানতে দেওয়ানহাট ক্যাম্পাস, সাবিন ম্যানসন,ডাবলমুরিং থানার পশ্চিম পাশে ,চট্টগ্রাম এই ঠিকানায় এবং ৭১৩১৪৯,০১৯৪৫–৯৯৩৩০৩ ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
Discussion about this post