নিজস্ব প্রতিবেদক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনকারী ইউনিট রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন করেন তারা। কর্মসূচিতে শতাধিক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।
এসময় তারা পূর্বের ন্যায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মাধ্যমে আলাদা ইউনিটে পরীক্ষা নেয়ার দাবি জানান। এসময় এভাবে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ চান তারা। এছাড়া গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে আন্দোলন শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিভাগ পরিবর্তন ইউনিট ঐক্যের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এসময় শিক্ষার্থীদের বহন করা প্লাকার্ডে লেখ ছিল, ‘এক দফা এক দাবি, বিভাগ পরিবর্তন ইউনিট চাই’, ‘গুচ্ছ পদ্ধতির অনিয়ম মানি না মানবো না’, ‘যে গুচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট নেই, সে গুচ্ছ চাই না’, ‘মুজিববর্ষের অঙ্গীকার, বিভাগ পরিবর্তন ইউনিট আমাদের অধিকার’ প্রভৃতি।
Discussion about this post