নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের AMT KMT FDT পরীক্ষার রুটিন ২০২০ প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বি.এসসি (অনার্স) ইন-এ্যাপারেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি (AMT),নীটওয়্যার ম্যানুফ্যাকচার এন্ড টেকনােলজি (KMT), ফ্যাশন ডিজাইন এন্ড টেকনােলজি (FDT),প্রথম বর্ষ, ২য় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সংশোধিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আপডেট AMT KMT FDT পরীক্ষার রুটিন ২০২০
• পরীক্ষা কোডঃ ৫৯০১,৫৯১১,৫৬৫১
• পরীক্ষার সময়সীমাঃ ২৫/০১/২০২১ রবিবার হতে ০৯/০২/২০২১ বুধবার পর্যন্ত।
• পরীক্ষা আরম্ভের সময়ঃ সকাল ৯.৩০ টা
• পরীক্ষার সময়সীমাঃ প্রশ্নপত্রে উল্লেখিত সময়
বি:দ্র-
* পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (nu.ac.bd/info/admin) রােল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে।
• প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশােধন করে নিতে হবে।
• প্রবেশপত্র ছাড়া কোন ভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
• পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রােল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহােদয়কে অনুরােধ করা হয়েছে।
• ব্যবহারিক পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষার পর অনুষ্ঠিত হবে। তারিখ ও সময়সূচী পরীক্ষার্থীগণকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পরবর্তীতে জেনে নিতে হবে।
Discussion about this post