নিজস্ব প্রতিবেদক
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সব জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দিয়েছে। তবে এসব স্কুলের শিক্ষার্থীদের সেশনচার্জ বাতিলসহ কয়েকটি নির্দেশনা দিয়ে নীতিমালা তৈরি নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আদালত।
রোববার (৩ জানুয়ারী) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর লিভ টু আপিল গ্রহণ করে এমন আদেশ দেয় আদালত। আদালতে স্কুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান।
২০১৭ খ্রিষ্টাব্দে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো.বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সার্কুলার দিয়ে সব ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়। এছাড়া আদালত রায়ে বেশ কয়েকটি নির্দেশনাও দেন।
Discussion about this post