নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এম. ফিল, ও পিএইচ. ডি. প্রােগ্রামে স্কুল অব এডুকেশন (এসওই)-এ শিক্ষাবিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষা, সামাজিকবিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান ও গণিত শিক্ষা এবং স্কুল অব বিজনেস (এসওবি)-এ Human Resource Management, Finance and Banking, Marketing, Accounting & Information Systems, International & Development Economics-বিষয়ে গবেষক ভর্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা
• যে কোনাে বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) পর্যায়ে অন্তত দু’টি প্রথম বিভাগ শ্রেণি/অথবা জিপিএ/সিজিপিএ পদ্ধতিতে ৪ এর মধ্যে ৩ থাকতে হবে। অথবা
• ৫০% নম্বর (জিপিএ/সিজিপিএ পদ্ধতিতে ৪ এর মধ্যে ৩) সহ তিন/চার বৎসরের স্নাতক সম্মান এবং এক বৎসরের স্নাতকোত্তর ডিগ্রি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪ থাকতে হবে;
• অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ কোনাে শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠানে দুই বৎসরের চাকুরির অভিজ্ঞতাসহ মানসম্পন্ন জার্নালে একটি একক প্রকাশনা থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ/সিজিপিএ পদ্ধতিতে ৪ এর মধ্যে ৩ অথবা ৫ এর মধ্যে ৪ থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামে ভর্তি যোগ্যতা
যে কোনাে পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারি প্রার্থীর নিম্নোক্ত যে কোনাে একটি যােগ্যতা থাকতে হবে।
• বিদেশি বিশ্ববিদ্যালয় হতে এম.ফিল ডিগ্রি/এম.এস ডিগ্রি/ মাস্টার্স ডিগ্রি অথবা সমমান এবং কমপক্ষে দ্বিতীয় শ্রেণিসহ ৫০% নম্বর অথবা সিজিপিএ/জিপিএ ৪ এর মধ্যে ৩ অথবা সমমানের সম্মান ডিগ্রি। প্রার্থীর অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪ থাকতে হবে।
• বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর শিক্ষকদের দুই বসরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মানসম্পন্ন জার্নালে দুইটি একক প্রকাশনা।
• বাংলাদেশের যেকোনাে বিশ্ববিদ্যালয়ে তিন বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে ৫০% নম্বর অথবা জিপিএ/সিজিপিএ পদ্ধতিতে ৪ এর মধ্যে ৩ অথবা সমমান এবং এছাড়াও প্রার্থীর স্বীকৃত জার্নালে দু’টি একক প্রকাশনা থাকতে হবে।
• জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের পাঁচ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ ৪ বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। প্রার্থীর কমপক্ষে দ্বিতীয় শ্রেণিসহ ৫০% নম্বর থাকতে হবে অথবা সিজিপিএ জিপিএ ৪ এর মধ্যে ৩ অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ও শ্নাতকোক্তরসহ সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪ থাকতে হবে অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪ থাকতে হবে। প্রার্থীর স্বীকৃত জার্নালে দুইটি একক প্রকাশনা থাকতে হবে।
• শিক্ষক মেডিকেল কলেজের গবেষক/ সরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইনস্টিটিউট থেকে এফসিপিএস/এমডি/এমএস/এম,ফিল অথবা দুই বছরের শিক্ষকতাগবেষণার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে দুইটি একক প্রকাশনা থাকতে হবে।
• গবেষণা কর্মকর্তার ক্ষেত্রে কোন স্বীকৃত গবেষণা সংস্থাইনস্টিটিউশন/প্রতিষ্ঠানসমূহে ৫ বৎসরের গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃত জার্নালে দু’টি একক প্রকাশনা থাকতে হবে।
• প্রার্থীর কমপক্ষে দ্বিতীয় শ্রেণিসহ ৫০% নম্বর থাকতে হবে অথবা সিজিপিএজিপিএ ৪ এর মধ্যে ৩ অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ও স্নাতকোশ্তরসহ সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪ থাকতে হবে অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪ থাকতে হবে।
• বাউবি কর্মকর্তাদের ক্ষেত্রে ভর্তি আবেদনের তারিখে কমপক্ষে বিশ্ববিদ্যালয়ে ৭ বৎসরের চাকুরির অভিজ্ঞতা ও স্বীকৃত জার্নালে দুইটি একক প্রকাশনাসহ উপরােল্লিখিত ৪ এ বর্ণিত শিক্ষাগত যােগ্যতা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির অন্যান্য শর্তাবলি
• প্রোগ্রাম সম্পন্ন করার বিস্তারিত শর্তাবলির বিবরণ ভর্তির সময় এম.ফিল, ও পিএইচ.ডি. নীতিমালায় পাওয়া যাবে।
• আগ্রহী প্রার্থীকে জনতা ব্যাংকের নির্ধারিত শাখাসমূহে এম.ফিল, প্রোগ্রামের জন্য পাঁচশত টাকা এবং পিএইচ.ডি. প্রােগ্রামের জন্য এক হাজার টাকা জমা প্রদান করে বাউবি ওয়েবসাইট (www.bou.edu.bd) হতে আবেদনপত্র সংগ্রহ ও পূরণপূর্বক নম্বরপত্র, সনদপত্রসমূহের সভ্যায়িত কপি, দুই কপি ছবি, প্রকাশনার কপি (প্রযােজ্য ক্ষেত্রে) এবং দুই সেট গবেষণা প্রস্তাব সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে আগামী ০৩/০২/২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন জমা দিতে হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০
Discussion about this post