নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রতিষ্ঠার চৌদ্দ বছরে অনেক উন্নতি হলেও শিক্ষার্থীরা পায়নি প্রাতিষ্ঠানিক ই-মেইল একাউন্ট। ফলে উচ্চশিক্ষা, শিক্ষাবৃত্তি ও বিশেষ করে গবেষণার কাজে নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বুধবার (৬ জানুয়ারি) প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি চেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও উপদেষ্টা দপ্তরের মাধ্যমে প্রশাসন বরাবর আবেদন পত্র দিয়েছে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, ক্যারিয়ারের পথ সুগম করতে প্রাতিষ্ঠানিক ই-মেইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি সরবরাহ করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যায়ে আলোচনা চলছে। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটির ধারণ ক্ষমতা বাড়াতে সরকারি প্রতিষ্ঠান বিডিরেনে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। আমরা অনুভব করি উচ্চশিক্ষার সুবিধার্থে প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি সবার জন্য প্রয়োজন। এই ই-মেইল আইডির মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, স্কলারশিপ, রিসার্চ পেপার পাবলিশ, সহজে ফান্ডিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান।
এদিকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শতভাগ প্রাতিষ্ঠানিক ই-মেইল নিশ্চিত করা গেলেও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. সোহেল বলেন, ‘‘প্রাতিষ্ঠানিক ই-মেইল একজন শিক্ষার্থীর শুধুমাত্র অফিশিয়াল কাজ বা উচ্চ শিক্ষায় সুবিধা প্রদান করে না৷ এটা একজন শিক্ষার্থীর জন্য আশীর্বাদস্বরূপ।’’
‘‘সাধারণ মানুষের ক্ষেত্রে যেসব সেবা পেতে একটা মোটা অঙ্কের টাকা গুণতে হয়, সেসব ক্ষেত্রে নামমাত্র একটা এমাউন্টে প্রাতিষ্ঠানিক ইমেইল ব্যবহার করে একজন শিক্ষার্থী সে সুবিধা নিতে পারে। গিটহাব, মাইক্রোসফট ক্লাউড, ভিজ্যুয়াল স্টুডিও কমিউনিটি টুলস, অ্যামাজন স্টুডেন্ট প্যাক, অ্যাপলের নানা সুবিধাসহ মাইক্রোসফট ড্রিমস্পার্কের ফ্রি সুবিধা নেয়ার একমাত্র উপায় প্রাতিষ্ঠানিক ই-মেইল। যা ব্যতীত একজন শিক্ষার্থী হিসাবে এসব সুবিধা হতে আমরা বঞ্চিত হচ্ছি।’’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘‘শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদানের লক্ষ্যে আমাদের আইসিটি সেল কাজ করছে। খুব শীঘ্রই শিক্ষার্থীদের ই-মেইল আইডি দেওয়া সম্ভব হবে। শুধু শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক এবং কর্মকর্তাদেরও দেওয়া হবে এই ই-মেইল।’’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ডিজিটালকরণ সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শেখ সুজন আলী জানান, ‘‘শিক্ষার্থীদের আবেদন পত্রটি পেয়েছি। অনেকদিন ধরেই আমরা কাজ করছি এবং প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি পরিচালনার জন্য যে ব্যাকগ্রাউন্ড স্পেস, ওয়েব সার্ভার, হোস্টিং ও ডোমেইন প্রয়োজন সেটি একটি পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখন চাইলে শিক্ষার্থীদের ই-মেইল একাউন্ট দেওয়া যাবে।’’
কবে নাগাদ শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ই-মেইল পাবে এ বিষয়ে তিনি জানান, ‘‘শিক্ষার্থীদের মানোন্নয়নে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্য মহোদয় সবসময়ই সচেতন। যেহেতু এটি একটি জটিল প্রক্রিয়া, এর জন্য কোনো নীতিমালা বা নির্দেশনার প্রয়োজন আছে কি না এ বিষয়ে প্রশাসন থেকে পূর্ণাঙ্গ নির্দেশনা এলেই শিক্ষার্থীদের ই-মেইল আইডি দেওয়া সম্ভব হবে।’’
প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রাপ্তির যোগ্যতার বিষয়ে তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৮ হাজার জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন এবং প্রতিবছর এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। কোন প্রসেসে গেলে পুরো বিষয়টি ম্যানেজ করা সহজ সেটি আমাদের ভাবতে হবে। তবে সবাইকে প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি দেওয়া হবে না। শুধুমাত্র যাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন, অনলাইন কোর্স কিংবা গবেষণার কাজে প্রয়োজন হবে, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করা হবে। পরবর্তীতে সক্ষমতা অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করবো। ’’
প্রাতিষ্ঠানিক ই-মেইলের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘‘প্রাতিষ্ঠানিক ই-মেইল কিন্তু ব্যক্তিগত ই-মেইল নয়। শুধু প্রাতিষ্ঠানিক কাজে এটি ব্যবহৃত হবে। কোথা থেকে মেইল আসলো এবং পাঠানো হলো, আইসিটি সেলের তত্ত্বাবধানে যারা থাকবেন তারা সকল কার্যকলাপ দেখতে এবং পড়তে পারবেন।’’
উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল ব্যবহারের সুযোগ রয়েছে।
Discussion about this post