নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে। ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়।
শনিবার (৯জানুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৪২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালেয়র উপাচার্য অধ্যাপক আবদুস সালাম। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগীয় শিক্ষকদের ধন্যবাদ জানান। এসময় উপাচার্যের সাথে বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুস সামাদ, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটির পর এ পরীক্ষা শুরু হয়।
Discussion about this post