নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৩৫১ শিক্ষার্থী। তিন ক্যাটাগরিতে ২০২০-২১ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণার এই প্রকল্পে শিক্ষার্থীরা মনোনীত হন।
গত রোববার (১০ জানুয়ারি) প্রকাশিত হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
Discussion about this post