শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নির্মম হত্যাকান্ডের শিকার আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় তাদের নিজ গ্রামে নির্মিত হচ্ছে একটি মসজিদ।
‘শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ ও মাদরাসা’ নামে নির্মিত হচ্ছে এ প্রতিষ্ঠানটি।
আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে ২০১৯ সালেই মসজিদ মাদরাসা নির্মানের প্রকল্পটি হাতে নেওয়া হয় যা বর্তমানে দৃশ্যমান হচ্ছে এবং মসজিদের কাজ এগিয়ে যাচ্ছে।
আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ এ বিষয়ে বলেছেন – ‘ভাইয়ার নামে আমাদের গ্রামে কুষ্টিয়ার কুমারখালির অন্তর্গত রায়ডাঙ্গাতে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ২০১৯ সাল থেকে নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি বাচ্চাদের জন্য কুরআন শিক্ষা দেয়া হচ্ছে। পরিকল্পনা রয়েছে মসজিদ ও মাদ্রাসাটি পাকা করা এবং সম্প্রসারণ করার।’
তিনি মসজিদের কাজ সম্প্রসারণ করতে সকলের সহযোগিতা চেয়ে জানিয়েছেন – ‘সেক্ষেত্রে হয়তো সকলের এই কাজে অংশগ্রহণ করে সহযোগিতার ব্যবস্থা করা হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকল ব্যবস্থা সহজ করে দেন। মসজিদটিকে কবুল করে নেন। আর আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে শহীদ হিসেবে কবুল করেন।’
অপরদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
Discussion about this post