শিক্ষার আলো ডেস্ক
দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ নব-জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় সমিতির নেতৃবৃন্দ সারাদেশে সরকারি নীতিমালার আওতায় থেকেও বাদ পড়া ৭ হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট আবেদন জানান।
তারা আরও বলেন, সরকারের প্রতি আমাদের আকুল আবেদন— নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব বাতিল করে বাদ পড়া স্কুলগুলোকে জাতীয়করণ করুন। এতে দেশের গ্রামগুলোতে দুই কিলোমিটারের মধ্যে বিদ্যালয় না থাকার সংখ্যা অনেক কমে যাবে বলে আশা করছি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মতিয়ার। গত ৬ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।
Discussion about this post