শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধী এক ছাত্রী হঠাৎ বাবা মারা যাওয়ার পর অভাব সইতে না পেরে এক পর্যায়ে ফোন করেন জেলা প্রশাসককে। সেই অভাবের কথা শুনে ডিসি ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ি ওই ছাত্রীর পরিবারের হাতে তুলে দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধী ওই ছাত্রী মাফিয়া খাতুন সমাজতত্ত্ব বিভাগে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন। তার বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামে।
জানা গেছে, মাফিয়া খাতুনের বাবা ছিলেন একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে চালাতেন সংসার। মাফিয়া খাতুনের বাবা আমজাদ হোসেন ফকির সাড়ে চার মাস আগে মারা যান।
মারা যাওয়ার ১০ দিন আগে মাফিয়া খাতুনের বাবার ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। এরপর থেকেই পাঁচ জন সদস্য নিয়ে মানবেতর জীবন যাপন করছিল মাফিয়া খাতুনদের পরিবার।
পরে অভাব সইতে না পেরে মাফিয়া খাতুন নওগাঁ জেলা প্রশাসককে ফোন করে তাদের পরিবারের দুর্দশার কথা জানান। এতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ মাফিয়া খাতুনের পরিবারের হাতে ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি তুলে দেন।
গত সোমবার সকালে রাণীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ওই দৃষ্টি প্রতিবন্ধীর পরিবারের হাতে ভ্যানগাড়িটির চাবি তুলে দেন ডিসি।
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
Discussion about this post