শিক্ষার আলো ডেস্ক
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে ‘প্রোগ্রামিং’ বিষয় অন্তর্ভূক্তির কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রত্যাশা করা হচ্ছে, পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী শিগগিরি নতুন পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক রচনার কাজ শুরু হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চিঠির প্রতিউত্তরে এই আশ্বাসের কথা জানিয়েছেন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা।
গত ১৯ অক্টোবর প্রতিমন্ত্রীর লেখা চিঠির প্রতি উত্তরে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এই আশ্বাসের কথা জানান তিনি।
চিঠিতে তিনি জানিয়েছেন, মন্ত্রীর প্রস্তাবনাটি পর্যালোচনার জন্য শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়ন কমিটির কাছে রয়েছে। পরবর্তী সময়ে শিক্ষাক্রম প্রণয়নের বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হলে তাদের কাছে পাঠানো হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী (মাদ্রাসা-২) এর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছিলো। সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশেকে প্রযুক্তিনির্ভর উন্নত রাষ্ট্রে পরিণত করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বলে উল্লেখ করা হয়।
Discussion about this post