নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ জানুয়ারি থেকে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে। এই কার্যক্রম চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
অফিস আদেশে বলা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতির মাধ্যমে নিজ নিজ মাদরাসা প্রধানগণ তার প্রতিষ্ঠানের বৈধ প্রতিনিধিকে আবেদনপত্র দাখিল পূর্বক মাদরাসা বোর্ডের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় ও মাদরাসা বোর্ড থেকে রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
আদেশে আরও বলা হয়, যে সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে জটিলতা আছে সময় সকল মাদরাসা প্রধানকে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নিজ নিজ মাদরাসা প্রধান অথবা তার প্রতিষ্ঠানের বৈধ প্রতিনিধি নির্ধারণ করতে হবে।
Discussion about this post