নিজস্ব প্রতিবেদক
সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বৃদ্ধি করাসহ চার দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চার দফা দাবি:
১. কোনওভাবেই ১ বছর লস না হওয়া।
২. ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে।
৩. সকল অতিরিক্ত ফি এবং প্রাইভেট পলিটেকনিক সেমিস্টার ফি প্রত্যাহার করতে হবে।
৪. ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
Discussion about this post