শিক্ষার আলো ডেস্ক
বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে বিসিএস প্রবণতা বাড়ছে। কেবল প্রকৌশল নয়; প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্যাডারেও এই হার প্রতি বারেই বাড়ছে। আর ৪০তম বিসিএস থেকে কোনো কোটা না থাকায় বিসিএস সাধারণ ক্যাডার সার্ভিসের ৮০ শতাংশই বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দখলে যেতে পারে বলে মনে করেছেন বুয়েটের উপ- উপাচার্য প্রকৌশলী আব্দুল জব্বার খান।
বুয়েট উপ-উপাচার্য জানিয়েছেন, ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারের ২০ শতাংশই ছিলো প্রকৌশলী। ৩৮তম-তে এই হারটা ছিলো ৩৩ শতাংশ। আর সমন্বিত ভাবে ৩৭তম বিসিএসে ৫০ এবং ৩৮তম-তে ৬৬ শতাংশের বেশি ছিলো বিজ্ঞান ও প্রেকৌশল ক্যাটাগরির শিক্ষার্থী। এছাড়াও দেশে এখন ১১ জন অ্যাম্বাসেডর বা হাই কমিশনারই প্রকৌশল বিভাগ থেকে স্নাতক পাশ।
নবীন প্রকৌশলীদের সাধারণ ক্যাডার সার্ভিসে যোগদানের প্রবণতা এবং আইইবি’র করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে এমনটাই জানান বুয়েট উপ-উপাচার্য।
বক্তব্যে প্রবাসী প্রকৌশলীদেরকে রেমিটেন্সের নেটওয়ার্কের অধীনে আনতে নীতিমালা তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল জব্বার খান।
ভিশন-৪১ রূপকল্পে টেকনিক্যাল রিসোর্স-কে গুরুত্ব দেয়ায় প্রশাসন ক্যাডারে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার্থীদের চাহিদা আরো বাড়বে মন্তব্য করে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন তিনি।
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মোহাম্মাদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মাদ মিজানুর রহমান।
Discussion about this post