নিজস্ব প্রতিবেদক
ফাযিল পরীক্ষার ফলের ভিত্তিতে ৩৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ৭৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৩০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। উচ্চতর শ্রেণিতে ভর্তি হলে আগামী ২ বছর বৃত্তি সুবিধাভোগ করবে ২০১৯ খ্রিষ্টাব্দের ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থী। আর ১১ ফ্রেব্রুয়ারির মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্ত ৭৫ শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ১ হাজার ৫০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার ৮০০ টাকা করে দেয়া হবে।
ইএফটির মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবেন। গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে বৃদ্ধির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির প্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। বৃত্তির টাকা পেতে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত অনলাইন ব্যাংকিং সুবিধা সম্পন্ন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে শিক্ষার্থীদের।
২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব খাতভুক্ত এ বৃত্তির টাকা চলতি অর্থবছরের বৃত্তি বা মেধাবৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। এসব তথ্য জানিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
Discussion about this post