নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (৩০ জানুয়ারি) গত বছরের এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হচ্ছে । এদিন সকাল সাড়ে ১০টায় ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর বেলা ১১টা থেকে মুঠোফোনের ক্ষুদেবার্তা ও ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। তবে এই ফল ঘোষণা উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হবে। এরপর স্ব স্ব কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরীক্ষার্থীরা সরাসরি অনলাইন থেকে সকাল ১১টায় ফল সংগ্রহ করতে পারবে। স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্টের শিট শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল ঘোষণা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষেধ। শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাওয়া যাবে না। এবার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
মুঠোফোনে ফল পেতে
এজন্য ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে এবার পরীক্ষা ছাড়াই এসএসসি ও জেএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির ফল মূল্যায়ন করা হয়েছে । ফলে সব পরীক্ষাথী পাস করবেন।
Discussion about this post