নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আগামী রবিবার (৩১ জানুয়ারি) অথবা সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওই সূত্র জানায়, আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক হবার কথা ছিল। তবে কিছু কারণে সেটি সম্ভব হচ্ছে। রবিবার (৩১ জানুয়ারি) এই বৈঠক হবার সম্ভাবনা বেশি।
রবিবার না হলে সোমবারে (১ ফেব্রুয়ারি) বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে মেডিকেল ভর্তি পরীক্ষা চূড়ান্ত তারিখ ঠিক করা হবে। প্রাথমিকভাবে ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ওই সূত্র আরও জানায়, এর আগের বৈঠকে ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। এটি পরিবর্তন হবার সম্ভাবনা নেই।
অলৌকিক কিছু না হলে ওই তারিখেই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব বলেন, আগামী দুই/তিনদিনের মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
Discussion about this post