বিশেষ প্রতিবেদক
বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে প্রকাশিত ফল নিয়ে তিক্ততা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি রাখা বক্তব্যে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটি বছর নষ্ট না হয়ে যায় সে জন্য এ পদ্ধতিতে ফল প্রকাশ করা হলো। তবে, এ ফল নিয়ে যেন তিক্তকা সৃষ্টি না হয়। সে আহ্বান জানাই।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। তাদের সুরক্ষিত রাখতেই এ পদ্ধতিতে ফল প্রকাশ করা হলো। অনেকে এর সমালোচনা করছেন। বলছেন পরীক্ষা নেয়া যেত। তবে পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থীরা যদি সংক্রমিত হতো সেক্ষেত্রে দায় কে নিতো? প্রশ্ন রাখেন সরকার প্রধান। তখন তারাই আবার সমালোচনা করতেন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা আরও বলেন, প্রচলিতভাবে পরীক্ষা নিয়ে ফল দেয়া হয়। আমরা সে পদ্ধতির পরিবর্তন এনেছি। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। অ্যাসাইনমেন্টের মাধ্যমেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে।
এরআগে সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল হস্তান্তর করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণ করেছেন।
মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
Discussion about this post