নিজস্ব প্রতিবেদক
পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে জিপিএ-৫ ছেলেদের থেকে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা।
এবারে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা-২০২০ এ ৭,০৬,৮৮৫ জন ছাত্র অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭৮, ৪৬৯ জন। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬,৬০, ৪৯২ জন অংশ নিয়ে শতাভাগ পাস করেছেন। জিপিএ-৫ ছেলে শিক্ষার্থীদের থেকে এগিয়ে মেয়েরা। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩,৩৩৮ জন।
এবারের এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ জন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন।
এছাড়া দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ জন।
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর থেকেই http://www.educationboardresults.gov.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিকট থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
Discussion about this post