নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষা কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে।
বিভাগীয় শহরে পরীক্ষা হবে, কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে, কতটুকু এমসিকিউ থাকবে, কতটুকু লিখিত থাকবে- সেগুলোর বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। এখন যেহেতু ফলাফল প্রকাশ হয়েছে, সেহেতু এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো- তারিখ নির্ধারণ করতে হবে। এখন ডিনবৃন্দ বসে শিগগিরই তারিখ নির্ধারণ করতে হবে।’
শনিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবি উপাচার্য আরো বলেন, ‘এখন ভর্তি পরীক্ষার শর্তগুলো ঠিক করতে হবে। কারা বাদ পড়বেন, কারা আবেদন করতে পারেন তা ঠিক করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলারও একটি বিষয় আছে। এ অবস্থায় ডিনরা বসে তারিখ ঠিক করবেন। আশা করি দ্রুতই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এটি দ্রুত করতে হবে।’
এ সময় জিপিএর ওপর মার্ক তুলে দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পূর্ববর্তী পরীক্ষার কিছু থাকা উচিৎ। অটোপাস বলা ঠিক হবে না। কারণ সেখানে কিছু প্যারামিটার আছে, সেটির আলোকে ফলাফল তৈরি করা হয়েছে। সে কারণে এটি বাতিল করে দেওয়া ঠিক হবে না। ডিনরা এ বিষয়েই একটি সিদ্ধান্ত নিয়েছেন।’ এছাড়া আগামী মার্চের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।
Discussion about this post