নিজস্ব প্রতিবেদক
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের ৬৩তম সভা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে স্বাস্থ্যবিধি মেনে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, মামুন সালাম এবং প্রফেসর ড. ইসরাত জাহান।
এসময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা করোনাকালীন দুযোর্গ পরিস্থিতিতে সব শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের ধৈর্য ধারণ করে সাদার্ন ইউনিভার্সিটির পাশে থাকার অনুরোধ জানান। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত সমস্যার মধ্যেও প্রতিষ্ঠানের প্রতি সবার আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই।
Discussion about this post