নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের একটি মানসিক স্বাস্থ্য সেবার অন্যতম প্রতিষ্ঠান সেরেনিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের জন্য আগামী ৩ বছরের ইন্টার্নশিপ চুক্তি স্বাক্ষর করে । শুক্রবার (২৯ জানুয়ারি) নগরীর সেরেনিটির প্রধান কার্যলয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়৷
এই চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা আগামী ৩ বছর পর্যন্ত সেরেনিটিতে ইন্টার্নিশিপ করার সুযোগ পাবে। এর আগে বিভাগের একটি ব্যাচ সেরেনিটি থেকে ইন্টার্নি সম্পন্ন করে। বিগত ব্যাচের (২০২০) সনদপত্র বিতরণ ও সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দেবসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় এই চুক্তি চবির সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের জন্য এক মাইলফলক বলে আখ্যায়িত করেন বিভাগীয় প্রধান। অনুষ্ঠানে অতিথিগণ পুঁথিগত বিদ্যার প্রয়োগিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য সেরেনিটি কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও শারিরীক সুস্থতার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান করেন।
অনুষ্ঠানে সাইকোলজি বিভাগের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান (সহকারী অধ্যাপক), উম্মে কুলসুম রশিদ (সহকারী অধ্যাপক), অলি আহমদে পলাশ (সহকারী অধ্যাপক), নাজনীন সরকার সুরভী (লেকচারার), লুৎফুন নাহার (লেকচারার)।
তাছাড়া তোফা হাকিম (ইনার্নশিপ কো-অর্ডিনেটর ও ম্যানেজিং পার্টনার, সেরেনিটি), শাহরিনা ফেরদৌস (ম্যানেজিং পার্টনার, সেরেনিটি) সহ ২০২০ ব্যাচের ইন্টার্নি শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।
Discussion about this post