নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস।
বিশ্ববিদ্যালয়ের জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির গবেষণা প্রকল্প পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধানের তত্ত্বাবধানে ওয়েবসাইটটি নির্মিত হয়েছে।
প্রকল্পটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান ও অধ্যাপক ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান। ওয়েবসাইট উদ্বোধন শেষে বক্তব্য রাখেন তারা।
উদ্বোধন হওয়া ওয়েবসাইটির মাধ্যমে পর্যায়ক্রমে যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের সকল গবেষণা কার্যক্রমের আবেদন, রিভিউ, নির্বাচন এবং প্রকাশনা। এই ওয়েবসাইটের মাধ্যমে একজন গবেষকের আবেদন করা থেকে প্রকাশনা পর্যন্ত সকল কার্যক্রম করা যাবে। এছাড়াও কেউ কোনো জায়গা থেকে লেখা কপি করলে সেটিও শনাক্ত করা যাবে এই মাধ্যমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শাহজাদা আহসান হাবিব।
Discussion about this post