নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা বহুদিন ধরে নতুন ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিল। শেষমেশ পূরণ হতে যাচ্ছে শিক্ষার্থীদের সেই ‘আবদার’। করোনার জেরে বন্ধ ক্যাম্পাস খুললেই চট্টগ্রাম টু চবি ক্যাম্পাস ছুটবে নতুন এক জোড়া ট্রেন। ওই রুটে নতুন ট্রেন চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের সহকারী চিফ সুপারিটেনন্ডেট সাহেব উদ্দিন। শনিবার (৬ ফেব্রুয়ারি) উদ্ধোধন করার কথা রয়েছে।
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলে চিফ সুপারিটেনন্ডেট কার্যালয়ের এক চিঠিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হলে চলাচল শুরু করবে বিশ্ববিদ্যালয় ‘কমিউটার-৫’ ও ‘বিশ্ববিদ্যালয় কমিউটার ৬’ এ ট্রেন দু’টি। যা পরিচালিত হবে ডেমু রেক দ্বারা।
ট্রেন জোড়াটির সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার। এদের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় কমিউটার-৫’ ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল ৪ টা ৪৫ মিনিটে ছুটে যাবে চবি ক্যাম্পাসে। সেখানে পৌঁছাবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। অন্যদিকে ‘বিশ্ববিদ্যালয় কমিউটার-৬’ ট্রেনটি চবি ক্যাম্পাস থেকে চট্টগ্রামের দিকে রওনা দিবে সন্ধ্যা ৬ টায়। যা চট্টগ্রামে পৌছানোর কথা রয়েছে সন্ধ্যা ৭ টায়।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম-চবি রুটে চালু করা হচ্ছে ট্রেনের এই নতুন জোড়াটি। তাছাড়া প্রয়োজনবোধে এ রুটে আরও ট্রেন চালুর নির্দেশনা আছে মন্ত্রণালয় থেকে। রেলওয়ের এক কর্মকর্তা বলেন ‘মন্ত্রী মহোদয় বলেছেন, আরও ট্রেন হয়তো দিবে। আপাতত এই জোড়া দেওয়া হয়েছে।’ রেলওয়ে কর্মকর্তারা বলছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিশেষ খেয়াল আছে এ রুটে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে।
Discussion about this post