নিজস্ব প্রতিবেদক
২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় (অটোপাস) উত্তীর্ণ শিক্ষার্থীদের এ মাসেই একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) দেওয়া হবে। আগামী ২১ ফেব্রুয়ারি নাগাদ মার্কশিট প্রদান শুরু হতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির ফল রিভিউর ১৫ দিন পরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। ফল রিভিউ ইতোমধ্যে চলছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফল রিভিউর আবেদন গ্রহণ করা হবে।
’তিনি আরও বলেন, ‘আমাদের ছাত্র-ছাত্রীরা পূর্বের মতোই একাডেমিক ট্রান্সক্রিপ্ট পাবে। সেটি দিয়ে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেজন্য আমরা দ্রুত একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেব। আমরা প্রথমে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিব।’ এরপর সার্টিফিকেটগুলো পাঠানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ড থেকে ৯৭ হাজার ৯৬৭ জন শিক্ষা অটোপাস করে। পরীক্ষা না হওয়ায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন শিক্ষার্থী।
Discussion about this post